ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

মেহেন্দিগঞ্জে বিএনপি ও যুবদল নেতার বাড়িতে হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
মেহেন্দিগঞ্জে বিএনপি ও যুবদল নেতার বাড়িতে হামলা

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে আওয়ামী লীগের কর্মীরা।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল ৯টা থেকে ঘণ্টাব্যাপী এ হামলা-ভাঙচুর চালানো হয়।



গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোতালেব দেওয়ান ও তার ভাগনে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজান মাঝি অভিযোগ করেন, সকালে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আলতাফ সরদারের নেতৃত্বে  ৩০ থেকে ৪০ জন কর্মী তাদের বাড়িতে হামলা চালায়।

এ সময় কয়েক লাখ টাকার আসাবাবপত্র ভাঙচুর ও বাড়ির টিন খুলে নিয়ে যায় হামলাকারীরা। তবে তারা বাড়ি থেকে পালিয়ে রক্ষা পান।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।