ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীর সংবর্ধনায় শোডাউনের প্রস্তুতি আ’লীগের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
প্রধানমন্ত্রীর সংবর্ধনায় শোডাউনের প্রস্তুতি আ’লীগের

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনায় ব্যাপক গণজমায়েতের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর ফেরার দিন বিপুল সংখ্যক জনসমাগম ঘটিয়ে ঢাকায় বড় ধরনের রাজনৈতিক শোডাউনের প্রস্তুতি চলছে।



জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে আগামী শনিবার (৩ অক্টোবর) দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মান ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের ‘আইসিটি অ্যাওয়ার্ড’ পাওয়ায় ওই দিন প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে আওয়ামী লীগ।

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় সুদূরপ্রসারী পদক্ষেপ নেওয়া এবং তথ্য-প্রযুক্তিতে বাংলাদেশ ব্যাপক সফলতা অর্জনের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পুরস্কার দু’টি দেওয়া হয়েছে।

বাংলাদেশের জন্য এ বিশাল অর্জন বয়ে আনায় শেখ হাসিনাকে স্বাগত জানাতে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

শনিবার দুপুর দেড়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের মাটিতে অবতরণের পর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন পর্যন্ত জনসমাগম ঘটিয়ে তাকে স্বাগত জানানো ও সংবর্ধনা দেওয়া হবে।

সংবর্ধনায় আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা ঢাকাসহ আশপাশের এলাকা থেকে এসে সমবেত হবেন। এজন্য প্রতিটি থানা, ওয়ার্ড, ইউনিয়নের নেতাদের জমায়েত নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সমবেত জনতাকে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য রুট করে দেওয়া হয়েছে।

সংবর্ধনার প্রস্তুতি নিতে দলের সর্বস্তরের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা।

এ উপলক্ষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সিনিয়র নেতারা ঢাকা মহানগর আওয়ামী লীগ ও দলের সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন।

এসব বৈঠকে সর্বোচ্চ জমায়েত নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে সংবর্ধনায় অংশ নেওয়ার আহ্বান জানান।

নাসিম বলেন, আমি অনুরোধ করবো, ঢাকাবাসী ও দেশবাসীকে। আসুন, সকলে একত্রিত হয়ে আমরা প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাই, অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রীর এ অর্জন দেশের জাতির জন্য গৌরবের। দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে আমি এ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

সংবর্ধনার প্রস্তুতির অংশ হিসেবে বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বর্ধিত সভা করে ঢাকা মহানগর আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) অনুষ্ঠিত হয় আরেকটি যৌথ সভা। সভায় আওয়ামী লীগের সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, ঢাকা মহানগরের অন্তর্গত আওয়ামী লীগ দলীয় জাতীয় সংসদ সদস্য এবং গাজীপুর জেলা, গাজীপুর মহানগর, সাভার ও রূপগঞ্জ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ওই সকল এলাকার স্থানীয় জাতীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে সংবর্ধনার প্রস্তুতি নিতে শুক্রবার (২ অক্টোবর) কেন্দ্রীয় ১৪ দলের সঙ্গে পেশাজীবী সমন্বয় পরিষদ, প্রকৌশলী, চিকিৎসক, কৃষিবিদ, ডিপ্লোমা প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক নেতা, ক্রীড়া ব্যক্তিত্ব, সংস্কৃতিকর্মী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নারী সংগঠন ও মুক্তিযোদ্ধা সংসদের এক যৌথসভা আহবান করা হয়েছে।

সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

এ যৌথসভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসকে/আরআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।