ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সিজার হত্যা রাজনৈতিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
সিজার হত্যা রাজনৈতিক মাহবুব-উল আলম হানিফ

ঢাকা: ইতালির নাগরিক তাবেলা সিজার হতাকাণ্ডকে ‘রাজনৈতিক’ আখ্যা দিয়ে এর সঙ্গে বিএনপি কর্মীদের সম্পৃক্ততার ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

তিনি বলেন, মির্জা ফখরুল সাহেব, চিন্তার কোনো কারণ নেই।

আপনাদের কোন্ কোন্ কর্মী এ হত্যাকাণ্ডে জড়িত, তদন্তে বেরিয়ে আসবে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগের এক প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

৩ অক্টোবর জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফেরার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সংবর্ধনা কর্মসূচি সফল করতে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।   
সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের দেওয়া গতকালের বক্তব্যের সমালোচনা করেন মাহবুব-উল আলম হানিফ।

তিনি বলেন, ‘আপনি বলেছেন, ‘সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে’। কী চমৎকার অভিযোগ! আপনাদের সফলতা কী ছিল? দেশ ৫বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া আর জঙ্গি তালিকাভুক্ত হওয়া? মিথ্যা কথা বলে পার পাওয়ার দিন শেষ। এখন মানুষ ঘরে বসে সব তথ্য জানে।

এ সময় তিনি ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ড নিয়ে বলেন, রাজনৈতিক কারণে এ খুন হতে পারে। কারণ প্রধানমন্ত্রী যখন জাতিসংঘে দেশের সাফল্য তুলে ধরছেন, বিশ্বনেতাদের কাছে প্রশংসিত হচ্ছেন, পুরস্কৃত হচ্ছেন, তখন একটা গোষ্ঠী শেখ হাসিনাকে বিব্রত করতে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। কারা প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চায়? সবারই জানা। বিএনপি-জামায়াত সবসময়ই এই সরকারকে বিব্রত করতে চেয়েছে। ’

এই হত্যাকাণ্ড দেশবিরোধী কোনো ষড়যন্ত্রের অংশ কিনা, খতিয়ে দেখা উচিত বলেও মনে করেন তিনি।

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরও বলেন, এই হত্যাকাণ্ডের কিছু আলামত গোয়েন্দা সংস্থার কাছে এসে পৌঁছেছে। সিসি টিভির ফুটেজ, টেলিফোন সংলাপসহ সব আলামত বের করে হত্যাকারীদের শাস্তি দেয়া হবে।

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ৩ অক্টোবর বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের ঢল নামিয়ে প্রমাণ করতে হবে বাংলার মানুষ শেখ হাসিনার পক্ষে।

সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ শাখা সভাপতি শামছুল আলম বকুলের সভাপতিত্বে ও উত্তরের সভাপতি দেলোয়ার হোসেন বেপারীর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসইউজে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।