ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

কালিহাতী-ঘাটাইলে ১৪৪ ধারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
কালিহাতী-ঘাটাইলে ১৪৪ ধারা ছবি: প্রতীকী

টাঙ্গাইল: আওয়ামী লীগ ও কৃষক শ্রমিক জনতা লীগ একই সময় সমাবেশ ডাকায় টাঙ্গাইলের কালিহাতী ও ঘাটাইল উপজেলার কয়েকটি স্থানে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
 
শুক্রবার (২ অক্টোবর) ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কালিহাতী আর এস পাইলট হাইস্কুল মাঠ, কালিহাতী বাসস্ট্যান্ডসহ এর আশপাশের এলাকা ও ঘাটাইল উপজেলার হামিদপুর বাজারসহ এর আশপাশের এলাকায় এ আদেশ বলবৎ থাকবে।

 
 
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে এ ঘোষণা দেওয়া হয়। পরে, মাইকিং করে সংশ্লিষ্ট এলাকায় এ ঘোষণা জানিয়ে দেওয়া হয়েছে।  
 
টাঙ্গাইলের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মাহবুব হোসেন বাংলানিউজকে জানান, সম্প্রতি কালিহাতীতে ছেলের সামনে মায়ের সম্ভ্রমহানির প্রতিবাদে এলাকাবাসীর মিছিলে পুলিশের গুলিতে নিহত ও আহতদের ক্ষতিপূরণের দাবিতে শুক্রবার বিকেল ৩টার দিকে কৃষক শ্রমিক জনতা লীগ সমাবেশের ডাক দেয়।  
 
একই সময়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার কৃষক শ্রমিক জনতা লীগের সমাবেশ প্রতিহত করতে পাল্টা সমাবেশের ডাক দেন।  
 
দুই দলের পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করায় কালিহাতীতে টানটান উত্তেজনা বিরাজ করছে। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
 
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫   
এমজেড

** টাঙ্গাইলে সংঘর্ষের ঘটনায় আরো ১ জন নিহত
** টাঙ্গাইলে সংঘর্ষে ‘গুলিবিদ্ধ’ ৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।