ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

এ সরকার জনগণের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
এ সরকার জনগণের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: বর্তমান সরকারকে জনগণের সরকার হিসেবে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদ।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।

সরকারের পাশাপাশি দেশের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।

বৃহস্পতিবার  (০১ অক্টোবর) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা উন্নয়ন কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক দেবজৎ সিংহের সভাপতিত্বে বিকেলে সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ সভা চলে।

প্রধান অতিথির বক্তেব্যে মুখ্য সচিব আরো বলেন, এ এলাকায় অন্যান্য বিভাগের ব্যয় কমিয়ে শিক্ষাখাতে ব্যয় বাড়াতে হবে। কারণ এ এলাকা শিক্ষাক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন মুক্তিযোদ্ধা ডা. আব্দুল হাকিম,  সুনামগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক মো. মোজাম্মেল হক, কৃষি অধিদপ্তরের উপ পরিচালক জাহেদুল ইসলাম, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল অমিন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকবাল অহমদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর হরমান তালুকদার, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, দোয়ারা বাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীরপ্রতীক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুল আলম ঝুনু মিয়া, ছাতক উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান, জগন্নাথপুরের ইউএনও হুমায়ুন কবির, বিশ্বম্ভরপুরের ইউএনও জসিম উদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলী, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ইনার উদ্দিন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।