ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

কালিয়াকৈর বিএনপির কমিটি বিলুপ্ত

গাজীপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
কালিয়াকৈর বিএনপির কমিটি বিলুপ্ত

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির কমিটি বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি কাজী সাইয়্যেদুল আলম বাবুল উপজেলার দলীয় কার্যালয়ে এক জরুরি সভায় এ ঘোষণা দেন।



কাজী ছাইয়েদুল আলম বাবুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ, আবদুল হালিম, মাকসুদুর রহমান হেলালী, অ্যাডভোকেট ইসমাইল হোসেন, অ্যাডভোকেট আসাদুজ্জামান প্রমুখ।

দলীয় নেতাকর্মীরা জানান, সবার সম্মতিক্রমে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আনম খলিলুর রহমান ইব্রাহিমকে আহ্বায়ক ঘোষণা করা হয়। এছাড়া দু’দিনের মধ্যে আহ্বায়ক কমিটির অন্য সদস্যদের নাম ঘোষণা করা হবে।

২০১১ সালে উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়। তিন বছরের জন্য কমিটি গঠন হলেও ফের কমিটি ঘোষণা করা হলো মেয়াদ শেষ হওয়ার একবছর পরে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।