ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

শিবগঞ্জে আ.লীগের ২ পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
শিবগঞ্জে আ.লীগের ২ পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম নামে বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নাককাটিতলা ভাদুবাজার এলাকায় আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে আঘাতে তার মৃত্যু হয়।



মৃত নজরুল একই উপজেলার ধাইনগর এলাকার জুল হকের ছেলে এবং ধাইনগর ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক ছিলেন।

শিবগঞ্জ পৌর বিএনপির দপ্তর সম্পাদক সারোয়ার জাহান সেন্টু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে পুলিশ বলছে, সংঘর্ষের সময় বাজার থেকে পালাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নজরুলের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ধাইনগর বঙ্গবন্ধু স্মৃতি সংঘের আয়োজনে বুধবার ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই প্রতিযোগিতাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এ সময় ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাক্কার ও অপর নেতা আশরাফুল ইসলাম গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এর জের ধরে সন্ধ্যার দিকে আবারো উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে নাককাটিতলা ভাদুবাজার এলাকায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় নজরুল বাজার থেকে দৌড়ে বাড়ি যাওয়ার পথে দুইপক্ষের মধ্যে পড়ে গুরুতর আহত হয়।

তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে ইসরাইল মোড় এলাকায় মৃত্যু হয়। নজরুলের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

ধাইনগর ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির জানান, প্রতিবছরের ন্যায় বুধবার বিকেলে নাককাটিতলা মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ নিয়ে বুধবার রাতেই নাককাটিতলা পীরগাছী গ্রামে আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এরই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘর্ষ হয়।

যোগাযোগ করা হলে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) বশির আহম্মেদ বাংলানিউজকে জানান, নজরুল ককটেলের আওয়াজ শুনে দৌড়ে পালাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। সংঘর্ষের ঘটনায় কেউ মারা যায়নি বলে দাবি তার।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫/আপডেট: ২১৫৭ ঘণ্টা
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।