ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

জামায়াতের দাবি

সাতক্ষীরা জেলা আমিরসহ ৪ নেতাকে আটক করেছে ডিবি!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
সাতক্ষীরা জেলা আমিরসহ ৪ নেতাকে আটক করেছে ডিবি!

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহাদ্দিস রবিউল বাশার, নায়েবে আমির মওলানা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মওলানা আব্দুল বারীকে গোয়েন্দা (ডিবি) পুলিশ সদস্যরা আটক করেছে বলে দাবি করেছে জামায়াত।  
 
শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ৩টার দিকে জেলা জামায়াতের সেক্রেটারি নুরুল হুদা ও প্রচার সম্পাদক আজিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়েছে।


 
প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেন, ‘সরকার জনসমর্থন হারিয়ে স্বৈরাচারী কায়দায় দেশকে রাজনৈতিক নেতৃত্বশূন্য করতে জামায়াতের নেতাদের আটক করতে মরিয়া হয়ে উঠেছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় ঈগল পরিবহনে করে ঢাকায় যাওয়ার পথে সাভারের নবীনগর বাসস্ট্যান্ড থেকে সাদা পোশাকধারী পুলিশ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহাদ্দিস রবিউল বাশার, নায়েবে আমির মওলানা রফিকুল ইসলাম, সহকারি সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মওলানা আব্দুল বারিকে তুলে নিয়ে যায়’।  
 
বিবৃতিতে এ ঘটনার নিন্দা ও নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।
 
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আটকের বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের কাছে কোনো তথ্য নেই।

এছাড়া, সাভার পুলিশের পক্ষ থেকেও তাদের কিছু জানানো হয়নি বলে দাবি করেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।