ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বিরোধী দল দেশে আবারও ষড়যন্ত্র শুরু করেছে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
বিরোধী দল দেশে আবারও ষড়যন্ত্র শুরু করেছে ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, বিরোধী দল দেশে আবারও ষড়যন্ত্র শুরু করেছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে আখাউড়া পৌর শহরের তারা গ্রামের খেলার মাঠে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন কালে  তিনি এ কথা বলেন।



মন্ত্রী বলেন,  দেশে ২০০৮ সালে বিদ্যুৎ ছিল ৩ হাজার ২শ’ মেগা ওয়াট। আর আজ বিদ্যুৎ আছে ১০ হাজার মেগা ওয়াট। আগে খাদ্য আমদানি করতে হত। এখন আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। কয়েকদিন আগে শ্রীলংকার ৫০ হাজার টন  চাল দরকার ছিল। বাংলাদেশ থেকে তাদের সেই চাল কিনতে হয়েছে।

আপনারা দেখেছেন  বছরের প্রথম দিন ছেলেমেয়েরা হাতে বই পাই। আর অন্যদিকে বিরোধী দল, পরীক্ষার সময়ও হরতাল দেয়। তারা দেশে আবারও গন্ডগোল সৃষ্টি করার চেষ্টা করছে। আবারও তারা  বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে।

বাংলাদেশের সব মানুষ ক্রিকেট খেলা দেখতে চায়। সারা বিশ্বের শক্তিশালী ক্রিকেট  দলগুলোকে বাংলাদেশ দলের ছেলেরা পরাজিত করেছে। আর আজ তারা অস্টেলিয়া ক্রিকেট দলকে এ দেশে আসতে নিষেধ করেছে।

পৌর শহরের তারাগণ গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কবির মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আব্দুল ওয়ারিত, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সৈয়দ আমিনুল ইসলাম সাজী, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি ওমর ফারক, আওয়ামী লীগ নেতা মানিক মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জমশেদ মিয়া প্রমুখ।

এ সময় মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীব, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোরাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পেয়ারা বেগম পিওনা প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তানজিল শাহ তচ্ছন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পল্লী বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিসের ডিপুটি ম্যানেজার মামুনুর রশিদ বাংলানিউজকে জানান, আখাউড়া পৌর শহরের তারাগণসহ উপজেলার বছিয়ারা, সাত পাড়া, শান্তিপুর ও শোনলোহঘরসহ ৫ গ্রামের ২২৬ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।