ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

দাবানল জ্বালিয়ে শান্তির পদক কিনছেন প্রধানমন্ত্রী: ডা. ইরান

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
দাবানল জ্বালিয়ে শান্তির পদক কিনছেন প্রধানমন্ত্রী: ডা. ইরান

ঢাকা: দেশে অশান্তির দাবানল জ্বালিয়ে প্রধানমন্ত্রী বিদেশ থেকে শান্তির পদক কিনছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর একুশে মিলনায়তনে লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটির মুলতবি সভায় তিনি এ অভিযোগ করেন।



সভার সভাপতি ডা. ইরান আইন-শৃঙ্খলার চরম অবনতি, হত্যা-গুম-খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও সরকার দলীয় এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে নৈরাজ্যের অভিযোগ তুলে এসবের নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে শিশুকে এমপির গুলি ও বিদেশি নাগরিক হত্যার ঘটনারও নিন্দা জানান তিনি।

ডা. ইরান বলেন, দুর্নীতি, লুটপাট ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের প্রতিযোগিতার কারণে প্রশাসনের সকল স্তর সরকারের নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। এ কারণে বাংলাদেশ ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে অবস্থান করছে।

লেবার পার্টির চেয়ারম্যান বলেন, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য ও প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সরকারের রুই-কাতলাদের রক্ষা করতেই ইউজিসির পরিচালক ওমর শরীফকে র‌্যাব হেফাজতে নির্যাতন করে হত্যা করা হয়েছে। ছাত্রলীগ-যুবলীগ সন্ত্রাসীদের গুলি থেকে মায়ের পেটের শিশু বা পথশিশুরাও নিরাপদ নয়। সরকারের এমপি-মন্ত্রী ও তাদের পুত্ররাও প্রকাশ্যে গুলি করে মানুষ হত্যা করে দেশকে আজ মগের মুল্লুকে পরিণত করেছেন। বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতনের কারণে দেশ আজ জাহিলিয়া যুগে চলে গেছে। দেশে অশান্তির দাবানল জ্বালিয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় অর্থসম্পদ খরচ করে টাকার মিনিময়ে অ্যাওর্য়াড সংগ্রহের প্রতিযোগিতায় লিপ্ত।

ডা. ইরান বলেন, রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতা থেকে দেশকে বাঁচাতে হলে অবিলম্বে জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকার কায়েম করতে হবে। তাই জনগণের আকাঙ্ক্ষা ও গণমুক্তির লক্ষ্যে ব্যর্থ অপশক্তিকে হটিয়ে জাতীয়তাবাদী ও ধর্মীয় মূল্যবোধের আলোকে জাতীয় ঐক্য গড়তে হবে, এক্ষেত্রে খালেদা জিয়ার নেতৃত্বের কোনো বিকল্প নেই।

সভায় পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, অ্যাডভোকেট ফারুক রহমান এমদাদুল হক চৌধুরী, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, যুগ্ম-মহাসচিব মিসেস শামীমা চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আবদুর রহমান খোকন, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক কামরুজ্জামান মুকুল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, কেন্দ্রীয় সদস্য আল আমিন, আলী আজম আজাদ ও ছাত্রমিশন সাধারণ সম্পাদক জাবের হোসাইন উপস্থিত ছিলেন।

সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ২৮ নভেম্বর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে পার্টির জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ১৭ অক্টোবর জাতীয় নির্বাহী কমিটির সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এমএম/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।