ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ডোমারে জামায়াতের ২ কর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
ডোমারে জামায়াতের ২ কর্মী গ্রেফতার

নীলফামারী: নাশকতার মামলায় নীলফামারীর ডোমার উপজেলা থেকে জামায়াতের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (০৪ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।



এর আগে ভোরে উপজেলার বাগডোকরা ও ব্যাতগাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা গ্রামের নজরুল ইসলাম (৪৫) ও জোড়াবাড়ী ইউনিয়নের ব্যাতগাড়া গ্রামের ইনছান আলী (৬০)।

ডোমার থানার উপপরিদর্শক (এসআই) খাদেমুল ইসলাম বাংলানিউজকে জানান, ৫ জানুয়ারির নির্বাচনে বড়গাছা ডুগডুগি ভোটকেন্দ্রে হামলা, অগ্নিসংযোগ ও ব্যালটবাক্স ছিনতাই এবং মাহিগঞ্জে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগের মামলার আসামি ওই দুই জন।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।