ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের আনন্দ র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের আনন্দ র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ পুরস্কার পাওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‌্যালি করেছে চাঁপাইনবাবগঞ্জ আ.লীগ।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে পৌর আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে বঙ্গবন্ধু উন্মুক্ত মঞ্চে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দিন মণ্ডল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শরীফা খাতুন বেবী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা কৃষকলীগের আহ্বায়ক মুশফিকুর রহমান টিটো, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সান্তনা হক, জেলা ছাত্রলীগের সভাপতি সাকিউল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুর রেজা ইমন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।