ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

‘বিদেশি হত্যা আইন-শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার প্রমাণ’

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
‘বিদেশি হত্যা আইন-শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার প্রমাণ’ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: বিদেশি নাগরিক হত্যাকাণ্ড আইন-শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থারই প্রমাণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৪ অক্টোবর) দলের সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীনের পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।



ঢাকায় ইতালিয়ান ও রংপুরে জাপানি নাগরিক হত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, দু’জন বিদেশি নাগরিককে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরনের হত্যাকাণ্ড প্রমাণ করে যে, বর্তমানে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের দায়িত্বহীন উক্তি কেবলমাত্র তদন্তেই ব্যাঘাত সৃষ্টি করবে না, প্রকৃত আততায়ীকে চিহ্নিত করতেও বাধার সম্মুখীন হতে হবে।
 
ফখরুল অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দু’জন বিদেশিকে হত্যাকারী আততায়ীদের  গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।