ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বিদেশি নাগরিক হত্যায় বাম মোর্চার উদ্বেগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
বিদেশি নাগরিক হত্যায় বাম মোর্চার উদ্বেগ

ঢাকা: দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ড গভীর উদ্বেগ প্রকাশ করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। এ ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি অবিলম্বে ঘাতকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।



রোববার (০৪ অক্টোবর) সংবাদমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের হত্যাকাণ্ডে চলতে থাকলে কেবল দেশের ভাবমূর্তিই সংকটে পড়বে না, দেশের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগে অচিরেই নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেবে।

‘তাই এসব ঘটনা থেকে রাজনৈতিক সুবিধা হাসিলের চেষ্টা না করে প্রকৃত খুনিদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি,’ বলেন বাম মোর্চা নেতারা।

বিবৃতিতে স্বাক্ষর করেন-গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও মোর্চার কেন্দ্রীয় নেতা মুবিনুল হায়দার চৌধুরী, সিদ্দিকুর রহমান, মোশরেফা মিশু, মোশাররফ হোসেন নান্নু, জোনায়েদ সাকি, ইয়াসিন মিয়া ও হামিদুল হক।

এদিকে একই বিবৃতিতে শিশুকে গুলি করার ‍অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জে সরকার দলীয় এমপি মনজুরুল ইসলামকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।

বাম মোর্চা  ‘নেতারা বলেন, বেপরোয়া এমপি মদ্যপ অবস্থায় গুলি চালিয়ে যেভাবে এক শিশুকে আহত করেছেন, তা কোনো সাধারণ ঘটনা নয়। ’

এ ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্বৃত্তদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করতেও বিবৃতিতে আহ্বান জানান বাম মোর্চার নেতারা।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এসইউজে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।