ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ প্রত্যাশীদের সিভি আহ্বান

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ প্রত্যাশীদের সিভি আহ্বান

ঢাকা: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদে পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত (সিভি) আহ্বান করা হয়েছে। আগ্রহীদের দুই সেট পুর্নাঙ্গ সিভি জমা দিতে হবে।



কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, পদ প্রত্যাশীদের সিভি আহ্বান করা হয়েছে বলে রোববার (৪ অক্টোবর) ছাত্রলীগের দফতর সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও বলা হয়, আগামী ৫ থেকে ১০ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় দফতর সেলে সিভি সংগ্রহ চলবে।

সিভির সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সনদের ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের সত্যায়িত প্রত্যয়নপত্রের ফটোকপি এবং সদ্য তোলা দুই কপি রঙিন পাসপোর্ট আকরের ছবি সংযুক্ত করতে বলা হয়েছে।

এর আগে গত ২৫ ও ২৬ জুলাই সম্মেলনের মাধ্যমে সাইফুর রহমান সোহাগকে সভাপতি এবং জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের ৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এসএ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।