ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

রূপগঞ্জে ছাত্রলীগ-শ্রমিক লীগের সংঘর্ষে আহত ১০

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
রূপগঞ্জে ছাত্রলীগ-শ্রমিক লীগের সংঘর্ষে আহত ১০ ছবি: প্রতীকী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদার টাকার ভাগ ভাটোয়ারা নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে পরিবহন শ্রমিক লীগের নেতাকর্মীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পথচারীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।



রোববার (০৪ অক্টোবর) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ও সাওঘাট এলাকায় ঘটে এ ঘটনা।

আহতদের মধ্যে পরিবহন শ্রমিকলীগ নেতা দেলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা মিথু, আল-আমিন, আনোয়ার, সামসুল, পথচারী কামাল হোসেন, তনয় মিয়া, ইকবাল হোসেনকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোরবানির ঈদের দিন রাতে গোলাকান্দাইল চৌরাস্তা এলাকায় চামড়ার হাটের চাঁদার টাকা ভাগ ভাটোয়ারা নিয়ে স্থানীয় পরিবহন শ্রমিক নেতা দেলোয়ার হোসেনের সঙ্গে ছাত্রলীগ নেতা লিপুর বিরোধ চলছিল।

ওই বিরোধের জের ধরে লিপুসহ তার লোকজন পরিবহন শ্রমিক লীগ নেতা দেলোয়ার হোসেনের ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাথাড়ি মারধর করে প্রতিপক্ষের লোকজন।

খবর পেয়ে দেলোয়ার হোসেনের লোকজনও লিপুসহ তার লোকজনকে না পেয়ে লিপুর ভাই মিথুকে মারধর করে।

একপর্যায়ে উভয়পক্ষের লোকজন রামদা, চাপাতি, হকিস্টিক, লাঠিসোটাসহ অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পথচারীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

এদিকে, সংঘর্ষের সময় ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উভয় পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ভুলতা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, সময় মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে হয়তো বড় ধরনের সংঘর্ষ হতো।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।