ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

শরীয়তপুরে ছাত্রলীগের আনন্দ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
শরীয়তপুরে ছাত্রলীগের আনন্দ মিছিল

শরীয়তপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কার পাওয়ায় শরীয়তপুরে আনন্দ মিছিল ও আলোচনা সভা করেছে ছাত্রলীগ।

রোববার(৪ অক্টোবর) দুপুর ১২টায় শরীয়তপুর সরকারি কলেজ থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ সড়ক শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।



মিছিল শেষে জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবরের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা হজরত আলী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার, পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ মজলিশ খান, সাধারণ সম্পাদক সেলিম আকন, সদর উপজেলা যুবলীগের সভাপতি শেখ মোহাম্মদ বিল্লাল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার, সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি আলী আজ্জম মাদবর, জেলা ছাত্রলীগের সাবেক নেতা শুভাস, বাবুল ফকির, শাহীন কোতোয়াল, জেলা আওয়ামী প্রচার ও প্রকাশনা লীগের আহ্বায়ক শহীদ তালুকদার, ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল, জাজিরা উপজেলা ছাত্রলীগের সভাপতি নাসির খান, সাধারণ সম্পাদক হানিফ মাদবর, সখিপুর থানা ছাত্রলীগ সভাপতি রাসেল আহমেদ পলাশ, সাধারণ সম্পাদক সগির হোসেন জনি, ভেদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহাগ রাঢ়ী, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান রাসেল, সবুজ তালুকদার, সবুজ দত্ত, রাজীব আহম্মেদ মাদবর, সোহেল ঢালী ও সাইফুল ঢালী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।