ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সেনবাগে জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
সেনবাগে জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নে অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি ও রোকন নুরুল আফসারকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (০৪ অক্টোবর) রাত ৯টার দিকে ইউনিয়রে ৭ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।



নুরুল আফসারের বীজবাগ ইউনিয়নের বালিয়াকন্দি গ্রামের বাসিন্দা।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, জামায়াত নেতা নুরুল আফসারসহ কয়েকজন নেতাকর্মী বীজবাগ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে তাদের একটি গোপন আস্তানায় নাশকতার প্রস্তুতি নিচ্ছে।

গোপনে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই আস্তানা থেকে নুরুল আফসারকে গ্রেফতার করা হয়। এসময় দলের অন্য নেতাকর্মীরা পালিয়ে যায়।

গ্রেফতার হওয়া উপজেলা জামায়াতের ওই নেতার বিরুদ্ধে হরতাল, অবরোধসহ বিভিন্ন সময় নাশকতা সৃষ্টির ঘটনায় থানায় একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।