ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

মায়ের পেটেও শিশুরা নিরাপদে নেই, দাবি এরশাদের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
মায়ের পেটেও শিশুরা নিরাপদে নেই, দাবি এরশাদের ছবি: দিপু মালাকার- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বর্তমান সরকারের আমলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে উল্লেখ করে এখন মায়ের পেটেও শিশুরা নিরাপদ নয় বলে দাবি করেছেন প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার বেলা সোয়া এগারোটার দিকে বনানীস্থ জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এরশাদ এ কথা বলেন।



এ সময় তিনি সুন্দরগঞ্জের এমপি লিটনের মাতাল অবস্থায় শিশু সৌরভকে গুলি করার কথা উল্লেখ করেন। এরশাদ বলেন, এ সরকারের আমলে এমনকি মায়ের পেটে শিশুরাও নিরাপদ নয়।

তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য আমরা দাবি জানিয়েছিলাম। এমনকি রাজপথেও নেমেছিলাম। কিন্তু সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পারেনি।  

শুধু দেশের মানুষই নয় আজ বিদেশিরাও দেশে নিরাপদ নয়। নিরাপত্তার শঙ্কায় বিদেশি গার্মেন্টস ব্যবসায়ীরাও দেশে আসতে ভয় পাচ্ছে। দেশে চলছে সুশাসনের অভাব ও বিচারহীনতার সংস্কৃতি।

বর্তমান সরকারের আমলে প্রশাসনের ব্যাপক দলীয়করণ হচ্ছে দাবি করে সরকারের প্রতি তা বন্ধের আহ্বান জানিয়ে এরশাদ বলেন, প্রশাসনের দলীয়করণ বন্ধ করুন। প্রশাসনের দলীয়করণের কারণেই এ ধরনের ঘ্টনা ঘটছে।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।