ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় যুবলীগ কর্মী খুন, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
বগুড়ায় যুবলীগ কর্মী খুন, আটক ১

বগুড়া: বগুড়া সদর উপজেলার হাজরাদীঘি বাজার এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মিলন হোসেন (৩৫) নামের এক যুবলীগ কর্মী খুন হয়েছেন। নিহত মিলন সদর উপজেলার হাজরাদীঘি তালুকদার পাড়ার আব্দুল করিমের ছেলে।


 
সোমবার (০৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোসাদ্দেক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, খুনের ঘটনায় রাজেনা বেগম (৪৫) নামের এক নারীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রেমঘটিত বিরোধের জের ধরে খুনের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 
স্থানীয়রা জানান, রোববার (০৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাজরাদীঘি বাজার এলাকায় মিলন হোসেনকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে বগুড়া মোহাম্মদ আলী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
 
সেখানে অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।