ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীর বক্তব্য দায় এড়ানোর অপচেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
প্রধানমন্ত্রীর বক্তব্য দায় এড়ানোর অপচেষ্টা

ঢাকা: ‘বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াত জোট জড়িত’, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এ বক্তব্যকে দায় এড়ানোর ‘অপচেষ্টা’ হিসেবে দেখছেন ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ ন্যাপ’র চেয়ারম্যান জেবেল রহমান গাণি।
 
সোমবার (০৫ অক্টোবর) সকালে রাজধানীর বারিধারার বাসভবনে পেশাজীবীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।



জেবেল রহমান গাণি বলেন, দুই বিদেশি নাগরিক হত্যা সম্পর্কে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা শুধু দায় এড়ানোর অপচেষ্টাই নয়, হাস্যকরও বটে।
 
তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী হিসেবে এ ধরনের হাস্যকর বক্তব্য দিয়ে তিনি নিজেই দেশবাসীর কাছে ছোট হয়েছেন। তার এ বক্তব্য কারও কাছেই গ্রহণযোগ্য হয়নি। বরং তদন্ত চলাকালে এ ধরনের বক্তব্য তদন্তকে প্রভাবিত করতে পারে। আড়ালে চলে যেতে পারে সত্যিকারের অপরাধীরা।
 
ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া’র সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর ন্যাপের সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, অধ্যাপক ইকবাল হোসেন, অধ্যাপক আবুল হাসান, অধ্যাপক শিউলী সুলতানা, অ্যাডভোকেট ইউসুফ আরমান, ইঞ্জিনিয়ার আমির হোসেন, কবি মাহতাব বিশ্বাস, মাওলানা আবু জাফর রেদোয়ানী প্রমুখ।
 
সভাপতির বক্তব্যে এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতি দায়িত্বশীল বক্তব্য আশা করে। একজন শীর্ষ রাজনীতিকের কাছ থেকে এ ধরনের বক্তব্য আসতে থাকলে দেশের ভবিষ্যৎ রাজনীতি সংকটের মধ্যে পড়বে।  

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এজেড/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।