ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

মৌলভীবাজারে বিএনপি-ছাত্রদল নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
মৌলভীবাজারে বিএনপি-ছাত্রদল নেতা কারাগারে

মৌলভীবাজার: মৌলভীবাজার সদর থানার বিএনপির সাধারণ সম্পাদক ও  জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার  (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শফিকুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নিদের্শ দেন।



এরা হলেন-মৌলভীবাজার সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফয়সল আহমদ ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম সিরাজ।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাধা পদ দেব সজল বাংলানিউজকে জানান, তাদের বিরুদ্ধে ২০১৪ সালের গাড়ি পোড়ানোর ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। সকালে এ মামলায় আত্মসমর্পণ করে জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন তারা। বিচারক এ সময় তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নিদের্শ দেন।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।