ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

‘প্রধানমন্ত্রীর উক্তি গ্লানিকর’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
‘প্রধানমন্ত্রীর উক্তি গ্লানিকর’ অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ

ঢাকা: শিক্ষকদের নিয়ে প্রধানমন্ত্রীর উক্তি জাতির জন্য গ্লানি ও লজ্জাকর বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ।
 
সোমবার (০৫ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শিক্ষক কর্মচারি ঐক্যজোট আয়োজিত ‘সমাজ বদলে শিক্ষক’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।


 
এমাজউদ্দীন বলেন, প্রধানমন্ত্রী শিক্ষকদের নিয়ে বলেন, শিক্ষকদের এত দেওয়ার পরও যদি বলেন আরও দেওয়ার কথা, তাহলে আরও কম দেওয়া উচিত ছিল।
 
প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে তিনি বলেন, যেটুকু শিখেছেন শিক্ষকদের কাছ থেকেই তো শিখেছেন।
 
তিনি বলেন, শিক্ষকদের সম্পর্কে এ ধরনের উক্তি অত্যন্ত গ্লানিকর। আমরা লজ্জাবোধ করি। দিস ইজ অ্যাবস্যুল্যাটলি রং।

দুই বিদেশি নাগরিক হত্যার সঠিক তদন্তের স্বার্থে সাধারণ তদন্ত কমিটির পরিবর্তে জুডিশিয়াল কমিটি গঠন করা উচিত বলেও মন্তব্য করেন এমাজউদ্দীন।
 
তিনি বলেন, বিদেশি নাগরিক হত্যায় শুধু সরকার নয়, পুরো জাতির জন্য লজ্জার। বিদেশিদের যদি নিরাপত্তা দিতে না পারি এ ব্যর্থতা শুধু সরকার নয়, পুরো জাতির।
 
সব বিএনপি-জামায়াত করেছে, তাহলে আপনারা কি করছিলেন বলে সরকারকে প্রশ্ন করেন এমাজউদ্দীন।
 
তিনি বলেন, বিদেশি নাগরিক হত্যাকে বিশেষ গুরুত্ব দিয়ে যেভাবে তদন্ত কমিটি গঠিত হয়েছে সেভাবে তদন্ত না করে জুডিশিয়াল কমিটি গঠিত হওয়া উচিত।
 
আলোচনা সভায় সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মো. জাকির হোসেন সভাপতিত্ব করেন।
 
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
আরইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।