ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কারাগারে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মোকাদ্দেস আলীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জাফরোল হাছান এ আদেশ দেন।



জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা বাংলানিউজকে জানান, সোমবার সকাল ১১টার দিকে অ্যাড. মোকাদ্দেস আলী আদালতে আত্মসমর্পণের পর জামিন আবেদন করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ সময় আসামি অসুস্থ থাকায় আদালতের কাছে তার চিকিৎসার জন্য আবেদন করা হলে আদালত কারাগার হাসপাতালে ভর্তির আদেশ দেন।

তিনি আরও জানান, ২০১০ সালের ১১ অক্টোবর সদর উপজেলার সয়দাবাদ এলাকার মূলিবাড়ি রেল ক্রসিংয়ের কাছে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জনসভা চলাকালে ট্রেনের ধাক্কায় সাতজন নিহত হয় এবং ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের হওয়া চারটি মামলার চার্জশিটভুক্ত আসামি অ্যাড. মোকাদ্দেস আলী।

এর আগে দীর্ঘদিন কার্যালয়ে অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে ৬ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে সিরাজগঞ্জ পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র মোকাদ্দেস আলীকে সাময়িক বরখাস্ত করা হয়।  

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।