ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

জয়পুরহাট জেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪ নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
জয়পুরহাট জেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪ নেতা কারাগারে ছবি: প্রতীকী

জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাটির ঘর এলাকায় যানবাহনে অগ্নিসংযোগের মামলায় আত্মসমর্পণ করা জয়পুরহাট জেলা বিএনপির সহ-সভাপতিসহ জামায়াতের চার নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে জয়পুরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল আমীন ভূঁইয়া আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



আসামিরা হলেন-ক্ষেতলাল উপজেলার শালবন গ্রামের মৃত নূর মোহাম্মদ আলীর ছেলে ও জেলা বিএনপির সহ-সভাপতি সরদার মো. লিয়াকত আলী (৫২), মাটির ঘরের তোজাম্মেল হোসেনের ছেলে জামায়াত কর্মী রাজু হোসেন (২৫), ফকিরপাড়া গ্রামের মৃত নাজির উদ্দীনের ছেলে নূরুল ইসলাম ও কৃষ্ণনগর ফকিরপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে ও বিএনপি নেতা আ. মান্নান।

মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি জয়পুরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার পথে মাটির ঘর নামক স্থানে শ্যামলী পরিবহন ও কলা বোঝাই একটি ট্রাকে ইট-পাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ করে আসামিরা।

এ ঘটনায় শ্যামলী পরিবহনের জয়পুরহাট কাউন্টারের ব্যবস্থাপক মতিয়ার রহমান হাবু বাদী হয়ে এজাহার নামীয় ১১ জন ও অজ্ঞাত আরো সাত/আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এদের মধ্যে রফিকুল ইসলাম ও নয়ন নামে স্থানীয় দুই জামায়াত কর্মী জামিনে রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।    

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।