ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

মধুখালী বিএনপি নেতা মাজেদুলের ওপর হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
মধুখালী  বিএনপি নেতা মাজেদুলের ওপর হামলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুরের সন্ত্রাসী হামলায় মাজেদুল ইসলাম নামে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন।

সোমবার (০৫ অক্টোবর) সকাল ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রহিমপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।



আহত মাজেদুল ইসলাম মজনু (৪৭) জেলার মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

মধুখালী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাহাবুদ্দিন আহমেদ সতেজ বাংলানিউজকে জানান, জানাজায় অংশ নেওয়ার জন্য সোমবার সকালে মোটরসাইকেলে করে মজনু ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে গিয়েছিলেন।

সেখান থেকে মধুখালীর নিজ বাড়িতে ফেরার পথে তিনি সন্ত্রাসী হামলার শিকার হন।

তিনি বলেন, তিন-চার সন্ত্রাসী তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান বাংলানিউজকে বলেন, ‘এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। ’
 
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এআর/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।