ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সংসদ ভবনে প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
সংসদ ভবনে প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনা শুরু

ঢাকা: জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন অব দি আর্থ পদকে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দিচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন।

সোমবার (অক্টোবর ০৫)  বিকেল সাড়ে চারটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।



সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে ইতোমধ্যেই আসন গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা ছাড়াও সর্বস্তরের জনগণ উপস্থিত আছেন।

উল্লেখ্য, ভারতের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নসহ জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফলতার জন্য এর আগে চলতি বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেয় জাতীয় নাগরিক কমিটি। ওই সংবর্ধনা অনুষ্ঠানে শেখ হাসিনাকে ‘দেশরত্ন’ উপাধিতে ভূষিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।