ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

যশোরে তরিকুলসহ বিএনপি-জামায়াতের ৬৫ জনের নামে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
যশোরে  তরিকুলসহ বিএনপি-জামায়াতের ৬৫ জনের নামে মামলা তরিকুল ইসলাম

যশোর: বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ বিএনপি ও জামায়াতের ৬৫ নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে যশোরে পৃথক দু’টি মামলা হয়েছে।  
 
মামলার একটিতে বিএনপির ৩৪ নেতাকর্মী এবং অপরটিতে বিএনপির ৩ নেতা ও জামায়াতের ৩১ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

 
 
সোমবার (৫ অক্টোবর) যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ ও এসআই বিপ্লব বাদী হয়ে মামলা দু’টি দায়ের করেন।  
 
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ, বোমাবাজি, সরকারি-বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগসহ মানুষের জীবন এবং সম্পদের ব্যাপক ক্ষতিসাধন করে আসছেন।  
 
রোববার (৪ অক্টোবর) রাতে আসামিরা নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশে উপশহর পার্কের প্রধান গেটের সামনে অস্ত্রশস্ত্র, হাতবোমা, পেট্রোল বোমা, লাঠিসোটা নিয়ে নাশকতার প্রস্তুতি নেয়। এ সময় পুলিশ অভিযান চালিয়ে পাঁচটি বোমা ও বাঁশের লাঠিসহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু, আবদুল জলিল ও মাসুদ রানাকে আটক করে। আটকদের সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  

পৃথক দুই মামলার আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার নুরন্নবী, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা ইদ্রিস আলী, জামায়াতের শহর শাখার আমির গোলাম রসুল, নগর বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি রফিকুর রহমান তোতন, অ্যাডভোকেট জাফর সাদিক, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর হাজী আনিসুর রহমান মুকুল, জেলা বিএনপির সদস্য ও তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত, সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ নূরুন্নবী, জেলা বিএনপির প্রয়াত সভাপতি চৌধুরী শহিদুল ইসলাম নয়নের ছেলে রফিকুল ইসলাম ওরফে মুল্লুক চান ও রিপন চৌধুরী, জেলা যুবদল সভাপতি এহসানুল হক মুন্না, সহ-সভাপতি ও নগর সাধারণ সম্পাদক বদিউজ্জামান ধনী, জেলা মহিলা দলের সভাপতি ফিরোজা বুলবুল কলি প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫   
এমজেড 

** যশোর বিএনপির সাধারণ সম্পাদক আটক  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।