ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

কুষ্টিয়া জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
কুষ্টিয়া জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গুলিবিদ্ধ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: কুষ্টিয়া শহরের পেয়ারাতলা এলাকায় দুর্বৃত্তদের হামলায় জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবি গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (০৫ অক্টোবর) দিনগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হাবি পেয়ারাতলায় তার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পথে দু’টি মটরসাইকেলে দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এ সময় দুর্বৃত্তদের বাধা দিতে গেলে আসাদুল ইসলাম (৪২) নামে এক নৈশ প্রহরীকেও গুলি করে তারা। পরে তার সঙ্গে থাকা দলীয় কর্মীরা উদ্ধার করে হাবিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আসাদুল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাবুপাড়া গ্রামের মৃত আব্দুলের ছেলে।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, হাবিবুর রহমানের বাম হাতে এবং আসাদুলের পিঠে ও ডানহাতে গুলি লেগেছে।

কুষ্টিয়া জেলার পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঈদগাহপাড়া এলাকার তুহিন নামে এক যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে হাবির দলীয় কর্মীরা।

বাংলাদেশ সময়: ০৩০৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।