ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

রাজনগরে ছাত্রলীগের দু’গ্রুপের সংর্ঘষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
রাজনগরে ছাত্রলীগের দু’গ্রুপের সংর্ঘষে  আহত ১০

মৌলভীবাজার: মৌলভীবাজারে রাজনগরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাজনগর ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।



আহতদের মধ্যে রয়েছেন- দিপংকর দেব (২৫), রাহি খান(২৫) ও রিপন দেব (২৬)। বাকিদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

রাজনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রাজিব হোসেন বাংলানিউজকে জানান, ছাত্রলীগের উপজেলা সভাপতি জহিরুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল কাদিরের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হন। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫ 
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।