ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় জেলা জামায়াতের আমিরসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
খুলনায় জেলা জামায়াতের আমিরসহ আটক ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা ইমরান হোসাইনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৬ আক্টোবর) বিকেলে নগরীর সোনাডাঙ্গা আল ফারুক মাদ্রাসা থেকে মেহেদী হাসান নামে এক সহযোগীসহ তাকে আটক করা হয়।



এ সময় বিপুল পরিমাণ সরকার বিরোধী লিফলেট, জিহাদি বই ও সিডি উদ্ধার করে পুলিশ সদস্যরা। এর আগে বেলা ১১টায় নগরীর বাবু খান রোড থেকে সদর থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওয়ালি উল্লাহকে আটক করে সদর থানা পুলিশ।
 
খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও স্পেশাল ব্রাঞ্চের এডিসি মনিরুজ্জামান মিঠু জানান, সকালে মাওলানা ওয়ালিউল্লাহকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে। তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আল ফারুক দাখিল মাদ্রাসায় অভিযান চালায় সোনাডাঙ্গা থানা পুলিশ। সেখান থেকে জামায়াতের জেলা আমির ইমরান হোসাইন ও মাদ্রাসার ছাত্র মেহেদী হাসানকে আটক করা হয়েছে।

ইমরান হোসাইন নাশকতার পরিকল্পনা করছিলেন দাবি করে পুলিশ কর্মকর্তা আরও জানান, এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
 
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
এমআরএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।