ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

অসুস্থ রিজভীকে কারাগারে পাঠানোয় বিএনপির উদ্বেগ

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
অসুস্থ রিজভীকে কারাগারে পাঠানোয় বিএনপির উদ্বেগ রুহুল কবির রিজভী

ঢাকা: গুরুতর অসুস্থ দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে হাসপাতাল থেকে ফের কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।

মঙ্গলবার (০৬ অক্টোবর) এক বিবৃতিতে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এ উদ্বেগ প্রকাশ করেন।



বিবৃতিতে তিনি বলেন, ‘গুরুতর অসুস্থ হওয়ার কারণে চিকিৎসার জন্য বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু এখনও তিনি আরোগ্য লাভ করেননি। এরপরও তাকে হাসপাতাল থেকে ফের কারাগারে প্রেরণের ঘটনায়  আমরা উদ্বিগ্ন। কারণ এতে তার শারীরিক অবনতির আশঙ্কা করছি। ’
 
উন্নত চিকিৎসার জন্য রুহুল কবির রিজভীকে মুক্তি দিয়ে বিদেশ যাওয়ার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।