ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

কালিয়াকৈর বিএনপির আহ্বায়ক কমিটি ছয়দিন পরই বিলুপ্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
কালিয়াকৈর বিএনপির আহ্বায়ক কমিটি ছয়দিন পরই বিলুপ্ত

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের ৬ দিন পর মঙ্গলবার (০৬ অক্টোবর) কেন্দ্রীয় কমিটির নির্দেশে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

জেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজুলুল হক স্বাক্ষরিত এক চিঠিতে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে এ বিষয়টি জানানো হয়।



দলীয় নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় বিএনপির দলীয় কার্যালয়ে এদিন সকালে গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আহম্মদ, কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর খান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মজিবুর রহমানের সমন্বয়ে জরুরি এক বৈঠক হয়। পরে উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদের, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান ইব্রাহিম, শহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পারভেজ আহম্মদের সমন্বয়ে উপজেলা বিএনপির ও ইউনিয়ন বিএনপির কমিটি পুনরায় গঠনের লক্ষে একটি বোর্ড গঠন করা হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আহম্মদ জানান, গত ১ অক্টোবর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি কাজী সাইয়্যেদুল আলম বাবুলের একক নেতৃত্বে একটি সভা করে উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে ওই সভায় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনম খলিলুর রহমানকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি বিএনপির অধিকাংশ নেতাকর্মীর অনুপস্থিতিতে করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।