ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহ জেলা ও বাকৃবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
ময়মনসিংহ জেলা ও বাকৃবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রাত সাড়ে ৮টায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হুসাইন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাসখানেক আগে আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে বাকৃবি ছাত্রলীগের কমিটি স্থগিত করা হলেও মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ হওয়ায় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে এস এম জাকির হুসাইন জানান।

এদিকে ময়মনসিংহ জেলা ও বাকৃবি ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের কাছে ১১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।