ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বিদেশি নাগরিক হত্যা

‘সুষ্ঠু তদন্ত না করে বিএনপিকে জড়াচ্ছে সরকার’

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
‘সুষ্ঠু তদন্ত না করে বিএনপিকে জড়াচ্ছে সরকার’ মির্জা ফখরুল ইসলাম

ঢাকা: বিদেশি নাগরিক হত্যার ‘সুষ্ঠু’ তদন্ত না করে সরকার বিএনপি নেতা-কর্মীদের এসব ঘটনায় সম্পৃক্ত করছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

বুধবার (০৭ অক্টোবর) দুপরে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।



মির্জা ফখরুল বলেন, ‘আমরা অত্যন্ত বিস্ময় এবং ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি যে, সম্প্রতি ইতালি ও জাপানি নাগরিকের নৃশংস, ঘৃন্য খুনের পরপরই সরকার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত না করে বিএনপিকে ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত করার অপপ্রচার শুরু করেছে। ’

‘একই সঙ্গে বিএনপি ও বিরোধী মতকে দমন করবার রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ নেতা-কর্মীদের গ্রেফতার ও মিথ্যা মামলা আরোপ করছে। ’

তিনি বলেন, ‘ইতোমধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, প্রবীণ রাজনীতিক তরিকুল ইসলামসহ শতাধিক নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবুসহ যশোরের বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। ’
 
‘কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজি ইসমাইল, রংপুর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিসুল হক লাকু, চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুন্নবী বিপ্লব এবং বগুড়া জেলা যুবদল সভাপতি সিপার আল বখতিয়ারসহ বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার ও শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে’ যোগ করেন মির্জা ফখরুল।
 
সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনায় সরকার বিএনপিকে দোষারোপ করে প্রকৃত ঘটনা থেকে জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে চাইছে বলেও অভিযোগ করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব।

তিনি বলেন, ‘আমরা বিদেশি নাগরিকদের ঘৃন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছি এবং অবিলম্বে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। ’

বিবৃতিতে কারাবন্দি অসুস্থ বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ফের হাসপাতালে ভর্তি করে সুষ্ঠু চিকিৎসা এবং অবিলম্বে মুক্তি দিতে সরকারের প্রতি দাবি জানান মির্জা ফখরুল।

গ্রেফতার নেতা-কর্মীদের মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, অবিলম্বে তরিকুল ইসলামসহ সব নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃতদের মুক্তি দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
পিআর/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।