ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে বিএনপির সভার অনুমতি বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
বরিশালে বিএনপির সভার অনুমতি বাতিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বরিশাল উত্তর জেলা বিএনপির কর্মপদ্ধতি সভার অনুমতি বাতিল করেছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর বরিশাল কলেজ সংলগ্ন উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদের বাসভবনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।



সংবাদ সম্মেলনে উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, বিএনপির  চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশেই তৃণমূলকে সুসংগঠিত করতে তারা কাজ করে যাচ্ছেন। বরিশাল জেলা বিএনপির বহু নেতাকর্মী হজ পালনে দেশের বাইরে থাকায় তারা কেন্দ্রীয় বিএনপির কাছ থেকে দেড়মাস সময় বেশি চেয়ে নিয়েছেন।

এ লক্ষে ৮ অক্টোবর বরিশাল প্রেসক্লাবের হলরুমে একটি কর্মপদ্ধতি সভার আয়োজন করা হয়। গত ২৪ সেপ্টেম্বর হলটি বুকিং দেওয়া হয়। পরে ৫ অক্টোবর অনুমোদন চেয়ে পুলিশের কাছে আবেদন করা হলে পুলিশ তা গ্রহণ করে।

তিনি বলেন, এরআগে প্রেসক্লাবের হলরুমে কোনো অনুষ্ঠান করতে অনুমোদনের প্রয়োজন হয়নি। কিন্তু আজ দুপুরে নগর পুলিশের পক্ষ থেকে তাদের ওই সভা না করতে বলা হয়। এ ধরণের আচরণ সরকারের ফ্যাসিবাদী মনোভাবের বহিপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, বিকল্প পদ্বতিতে দলের পুনর্গঠনে তারা কার্যক্রম পরিচালনা করবেন।

উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ বলেন, বর্তমান সরকার যে ফ্যাসিবাদী তারই প্রমাণ এ কর্মকাণ্ড।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উত্তর জেলা বিএনপির সহ সভাপতি দেওয়ান মো. শহিদুল্লাহ, ছত্তার খানসহ বিভিন্ন উপজেলার নেতারা।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান, উত্তর জেলা বিএনপির নিজেদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এজন্য সংঘাত হতে পারে বলে তারা প্রেসক্লাবের হলরুমের  সভার কর্মসূচি বন্ধ করেছেন। তবে অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপি দলীয় কার্যালয়ে এ সভা করলে তা করতে পারবেন। সেখানে অতিরিক্ত পুলিশ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।