ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

খেলাফত মজলিসের গোপালগঞ্জ জেলা নেতা আবু তালেবের মৃত্যু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
খেলাফত মজলিসের গোপালগঞ্জ জেলা নেতা আবু তালেবের মৃত্যু

ঢাকা: খেলাফত মজলিস গোপলগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আলহাজ আবু তালেব মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (০৭ অক্টোবর) সকাল ১১টায় গোপালগঞ্জের মোহাম্মদ পাড়ার নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।

মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়ে রেখে গেছেন।

বুধবার দলটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাদ জোহর শহরের মোহাম্মদ পাড়া জামে মসজিদে জানাজা শেষে গোপলগঞ্জের ভেন্নাবাড়ী গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুমের জানাজায় খেলাফত মজলিস গোপালগঞ্জ জেলা সভাপতি মাওলানা আফতাব উদ্দিন, ঢাকা মহানগরীর নির্বাহী সদস্য মোল্লা মো. বাকের, গোপালগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা সৈয়দ নিজামুদ্দিন, শেখ সাইফুল আজাদসহ বিভিন্ন স্তরের ওলামায়েকেরাম ও মুসুল্লিরা উপস্থিত ছিলেন।

খেলাফত মজলিস গোপলগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আলহাজ আবু তালেব মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

এক শোক বাণীতে দলটির পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।