ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

জয়পুরহাটে যুবলীগ নেতার বহিষ্কার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
জয়পুরহাটে যুবলীগ নেতার বহিষ্কার দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: জয়পুরহাট জেলা ছাত্রলীগের সদস্য বেলায়েত হোসেন লেবুর ওপর হামলাকারী যুবলীগ নেতার বহিষ্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টায়  হামলাকারী সদর উপজেলার দোগাছী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেনের বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেন প্রায় ৩ শতাধিক মানুষ।



সদর উপজেলার কুঠিবাড়ী ব্রিজ এলাকায় এ মানববন্ধন থেকে আগামী ৭ দিনের মধ্যে জাকারিয়ার বহিষ্কার দাবি করেন মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও  ছাত্রলীগের নেতারা।

মানববন্ধনে অংশ নেন সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা বেগম, দোগাছী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহীন কাদির, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি রিয়াজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক অমিনুল ইসলাম প্রমুখ।

৫ অক্টোবর রাত ৯টার দিকে ব্যবসায়ীক লেনদেনকে কেন্দ্র করে যুবলীগ নেতা জাকারিয়া হোসেন ছাত্রলীগ নেতা বেনুকে ধারালো চাকু দিয়ে ঘাড় ও কোমরে জখম করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।