ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

‘বিদেশি হত্যায় বিএনপি-জামায়াত জড়িত’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
‘বিদেশি হত্যায় বিএনপি-জামায়াত জড়িত’

ঢাকা: বাংলাদেশে দুই বিদেশি হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াত জড়িত বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
 
‘লন্ডন বিএনপির ভেতর থেকেই এ তথ্য এসেছে’ জানিয়ে নিজের ফেসবুক পেজে বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি উল্লেখ করে পোস্ট দেন তিনি।



জয় লিখেছেন, ‘একটা খুব নির্ভরযোগ্য সূত্র থেকে আমি জেনেছি যে বাংলাদেশে সাম্প্রতিক বিদেশি হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াত জড়িত’।

সম্প্রতি ঢাকায় এক ইতালীয় এবং রংপুরে জাপানি নাগরিক দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।

জয় বলেন, ‘অত্যন্ত মরিয়া হয়ে তারা এটা করছে যাতে বিদেশি সরকারগুলো আমাদের দেশের বিরাগভাজন হয় এবং দেশ অস্থিতিশীল হয়ে পড়ে’।

বাংলাদেশ সময়: ২৩১৪ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এমআইএইচ/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।