ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

কাজিরহাট থানা জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
কাজিরহাট থানা জামায়াতের সেক্রেটারি গ্রেফতার ছবি: প্রতীকী

বরিশাল: নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে জেলার কাজিরহাট থানা জামায়াতের সেক্রেটারি অহিদুল শরীফকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ভোরে চরসোনাপুর গ্রামের নিজ বাড়িতে তাকে গ্রেফতার করা হয়।



কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অহিদুল নাশকতা করার জন্য বিভিন্ন এলাকায় গোপন বৈঠক করে যাচ্ছিলেন, এমন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

জামায়াত নেতা অহিদুলের বিরুদ্ধে থানায় আগের মামলা থাকায় ওই মামলার পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।