ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

আমৃত্যু সংগ্রাম করেছেন ভাষা মতিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
আমৃত্যু সংগ্রাম করেছেন ভাষা মতিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নির্যাতিত-নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্য ভাষা মতিন আমৃত্যু সংগ্রাম করেছেন। কিন্তু যে বাংলাদেশ গড়ার স্বপ্ন তিনি দেখেছিলেন, তা  আজও প্রতিষ্ঠিত হয়নি।


 
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে ঢাকা মহানগর ন্যাপ আয়োজিত ভাষা মতিনের স্মরণ সভায় ন্যাপের মহাসচিব  গোলাম মোস্তফা ভূঁইয়া এসব কথা বলেন।
 
ঢাকা মহানগর ন্যাপের আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু’র সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ন্যাপের যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, সম্পাদক মো. কামাল ভূঁইয়া, মতিয়ারা চৌধুরী মিনু, ঢাকা মহানগর ন্যাপের সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনছার রহমান শিকদার, মো. বেলাল হোসেন, আবদুল্লাহ আল-মাসুম ও আবদুল্লাহ আল-কাউছারী প্রমুখ।
 
গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, ১৯৫২ সালে বাংলা ভাষার অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ভাষা মতিন। এরপর বাংলাদেশের স্বাধীকার ও স্বাধীনতার স্বপ্ন নিয়ে ১৯৫৭ সালে মজলুম জননেতা মওলানা ভাসানী ন্যাপ গঠন করলে তিনি তাঁর পাশে এসে দাঁড়ান।
 
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এজেড/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।