ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

রাজধানীতে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
রাজধানীতে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ

ঢাকা: রাজধানীতে রবিউল ইসলাম নয়ন(২৭) নামে ছাত্রদলের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

রবিউল ইসলাম মহম্মদপুর পুলপাড় বটতলা এলাকায় থাকেন।

তার গ্রামের বাড়ি মাগুরায়। রবিউলের দাবি, তিনি মোহম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

বৃহস্পতিবার(৮ অক্টোবর) দুপুরে মগবাজার বৈকালি হোটেলে তাকে ধরতে গেলে তিনি পুলিশের ওপর গুলি চালায়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে পায়ে গুলিবিদ্ধ হন নয়ন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মশিউর রহমান বাংলানিউজকে জানান, মাগুরাসহ রাজধানীর বাংলামোটর, পরিবাগে গাড়ি পোড়ানো মামলার আসামি রবিউল। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বৈকালি হোটেলের ৩০৪নং কক্ষে অভিযান চালায় পুলিশ। এ সময় তিনি পুলিশের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে তার পায়ের উরুতে গুলিবিদ্ধ হয়। এ সময় সেখান থেকে একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এজেডএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।