ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

‘দেশের ভাবমুর্তি ক্ষুন্নকারীরাই বিদেশি হত্যায় জড়িত’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
‘দেশের ভাবমুর্তি ক্ষুন্নকারীরাই বিদেশি হত্যায় জড়িত’ ইকবাল সোবহান চৌধুরী

সিলেট: বহির্বিশ্বে দেশের ভাবমুর্তি ক্ষুন্নকারীরাই বিদেশি হত্যাকাণ্ডে জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্ঠা ইকবাল সোবহান চৌধুরী।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে তিন দিনব্যাপি আয়োজিত আর্ন্তজাতিক পর্যটন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


 
তাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনা কোনো আর্ন্তজাতিক সন্ত্রাসবাদের অংশ নয়। এই হত্যাকাণ্ড গুলো দেশের অভ্যন্তরীন অশুভ রাজনীতির অংশ।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের ভারপ্রাপ্ত কমিশনার আল আমীন, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অরুপ চৌধুরী। উদ্বোধন শেষে অতিথিরা মেলা ঘুরে দেখেন।

সিলেট ট্রাভেল ম্যাট ২০১৫ নামকরণে  মেলার আয়োজনে রয়েছে ভ্রমন বিষয়ক পাক্ষিক ‘দি বাংলাদেশ মনিটর’। ১০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে এবং সবার জন্য উন্মুক্ত। মেলায় ১৮টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।