ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

রাঙামাটি বিএনপির সম্মেলন

দলকে পুনর্গঠনের পর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
দলকে পুনর্গঠনের পর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান বলেছেন, আগামী একমাসের মধ্যে সারাদেশে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোকে সুসংগঠিত করে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করতে হবে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকালে রাঙামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



তিনি বলেন, আজ অনেকেই বলে বিএনপি ঘুমিয়ে আছে, কিন্তু বিএনপি ঘুমিয়ে নাই। খালেদা জিয়া বিএনপির যে পুনর্গঠন কাজে হাত দিয়েছেন তারই নবযাত্রা শুরু হচ্ছে রাঙামাটি থেকে। আজকের এ সম্মেলন শুধু রাঙামাটি বিএনপির জন্য নয়, সারাদেশের বিএনপির জন্যই একটি প্রতিকী প্রতিবাদ।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সভাপতিত্বে সম্মেলনের আলোচনা সভায় উদ্বোধক ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার।

প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদক গোলাম আকবর খন্দকার, জাতীয় কমিটির সদস্য মাহবুবের রহমান শামীম, বেলাল আহম্মেদ প্রমুখ।

সম্মেলনের উদ্বোধনী পর্বে পাল্টাপাল্টি স্লোগান দেয় দুটি পক্ষ। এসময় একটি ফটকা ফোটানো হয়। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি হওয়ার কথা রয়েছে। জেলার ১৬৭ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন বলে জানিয়েছে দলটির নেতারা।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।