ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

রাঙামাটি বিএনপির সম্মেলন

শাহ আলম সভাপতি, সাধারণ সম্পাদক দীপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
শাহ আলম সভাপতি, সাধারণ সম্পাদক দীপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটি জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে কাউন্সিলরদের ভোটে শাহ আলম সভাপতি এবং দীপন তালুকদার দীপু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।



এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে শাহ আলম ১০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী দীপেন দেওয়ান পেয়েছেন ৩০ ভোট। সাধারণ সম্পাদক পদে দীপন তালুকদার দীপু পেয়েছেন ৮১ ভোট, তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন পেয়েছেন ৫৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির ১৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সেলিম বাহারি পেয়েছেন মাত্র ৬ ভোট।

এদিকে সম্মেলনে ভোটাভুটি শুরু হতেই আকস্মিকভাবে সভাপতি প্রার্থী শাহ আলমকে ‘আওয়ামী লীগের এজেন্ট’ দাবি করে নির্বাচন বর্জন করেন অপর প্রার্থী দীপেন দেওয়ান। তিনি বাইরে গিয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে তার কিছু অনুসারী নিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং শহরের তার বাসভবনের কাছে গিয়ে শাহ আলমকে রাঙামাটিতে ‘অবাঞ্চিত’ ঘোষণা করেন।

তিনি দাবি করেন, নব নির্বাচিত সভাপতি শাহ আলম আওয়ামী লীগের ‘এজেন্ট’।

দীপেন দেওয়ানের এমন দাবি নাকচ করে দিয়ে শাহ আলম বলেন, তিনি নিশ্চিত পরাজয় জেনে নাটক করছেন। এটা তার পুরনো অভ্যাস। কেন্দ্রীয় নেতাদের সামনে তিনি নাটক সাজিয়ে যে শৃঙ্খলাবিরোধী কাজ করেছে তার জন্য তার বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।

জেলা বিএনপির বিদায়ী কমিটির যুগ্ম সম্পাদক মাহবুবুল বাসেত অপু বলেন, আজ সারাদিন দীপেন অনুসারীরা যা করেছে, আমরা চরমতম ধৈর্যের পরিচয় দিয়েছি। দলের স্বার্থে, বৃহত্তর স্বার্থে। কিন্তু এখন হিসেব নিকেশ আলাদা। কেউ দলের স্বার্থবিরোধী কাজ করলে সে যেই হোক তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবেনা।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এসএইচ

** দলকে পুনর্গঠনের পর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।