ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

নগরকান্দা উপজেলা বিএনপির সম্মেলন সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
নগরকান্দা উপজেলা বিএনপির সম্মেলন সম্পন্ন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(০৮ অক্টোবর) বেলা ১২টায় উপজেলার লস্করদিয়ার কেএম ওবায়দুর রহমানের গ্রামের বাড়িতে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় আহবায়ক সামা ওবায়েদ রিংকু।


 
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করা হয়।

নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দীন মণ্ডলের সভাপতিত্বে সন্মেলনে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সভাপতি জহুরুল হক শাহাজাদা মিয়া।

উদ্বোধকের বক্তব্যে সামা ওবায়েদ রিংকু বলেন, এই সরকার বিরোধী দলীয় নেতাদেরকে মামলা দিয়ে হয়রানি করছে। তাদের কারণে আজ আমরা নিজেদের সন্মেলনও সুবিধাজনক স্থানে করতে পারছি না। সরকারকে হটাতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, যারা এ সম্মেলনে নেতা নির্বাচিত হবেন তারা খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন। কেন্দ্রীয় বিএনপির ডাকে সকল আন্দোলন-সংগ্রামে বিশেষ ভূমিকা রেখে আমাদের মুখ উজ্জ্বল করবেন।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ইসা, সহ সভাপতি শহিদ পারভেজ, আজম খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুলফিকার হোসেন জুয়েলসহ জেলা ও উপজেলা বিএনপি নেতারা।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।