ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

পরাজিত হয়ে বিদেশে অবস্থান করছেন খালেদা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
পরাজিত হয়ে বিদেশে অবস্থান করছেন খালেদা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: বিএনপি-জামায়াত জোট পরাজিত শক্তি এমন মন্তব্য করে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, জনরোষের কাছে পরাজিত হয়ে তাদের জোট নেত্রী খালেদা জিয়া এখন বিদেশে অবস্থান করছেন।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার আটঘরিয়া এলাকায় স্লুইস গেট পরিদর্শন শেষে এক সমাবেশে তিনি একথা বলেন।



মন্ত্রী বলেন, তিনি (খালেদা জিয়া) বিদেশে থেকে ষড়যন্ত্র করছেন বাংলাদেশকে অকার্যকর করার জন্য। এদেশের মাটিতে আর কোনো বিদেশি যাতে খুন না হন সেটারও আমরা ব্যবস্থা নেবো।

শাজাহান খান বলেন, জনরোষের কাছে পরাজিত হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন বিদেশে অবস্থান করছেন। তারা পরাজিত শক্তি।

সমাবেশে পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম (বীর প্রতীক) স্লুইস গেট এলাকায় একটি ইকোপার্ক স্থাপনেরও প্রতিশ্রুতি দেন।

বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চাঁদ মাহমুদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) অধ্যাপক আব্দুল কুদ্দুস ও নাটোর-১ আসনের এমপি আবুল কালাম আজাদ।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।