ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সোহেল হাজারীকে আ’লীগের মনোনয়ন দেয়ায় কালিহাতীতে মিষ্টি বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
সোহেল হাজারীকে আ’লীগের মনোনয়ন দেয়ায় কালিহাতীতে মিষ্টি বিতরণ

টাঙ্গাইল:  টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে উপ-নির্বাচনে হাসান ইমাম খান সোহেল হাজারী আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় তার নির্বাচনী এলাকা কালিহাতীতে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় তারা একে অপরকে ও সাধারণ জনগণকে মিষ্টিমুখ করায়।



এ উপনির্বাচনে আওয়ামী লীগের আগ্রহী প্রার্থীদের মধ্যে ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও জনতা ব্যাংকের পরিচালক আবু নাসের, আওয়ামী লীগ উপ-কমিটির সহ-সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক কালিহাতী উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারী, কালিহাতী উপজেলা চেয়ারম্যান মাজহারুল ইসলাম তালুকদার, কালিহাতীর পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জাফরুল শাহরিয়ার জুয়েল সহ বেশ কয়েকজন।

বাংলাদেশ সময়: ০৬৪৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।