ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সৈয়দপুর পৌর জামায়াতের আমিরসহ আটক ৩

ডিস্ট্রিক্ট ও উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
সৈয়দপুর পৌর জামায়াতের আমিরসহ আটক ৩ ছবি: প্রতীকী

সৈয়দপুর (নীলফামারী): জেলার সৈয়দপুর উপজেলার পৌর জামায়াতের আমিরসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দিনগত গভীর রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামের বাড়িতে তাদের আটক করা হয়।



আটকেরা হলেন-সৈয়দপুর পৌর জামায়াতের আমির হাফেজ মো. মুনতাকিম ও তার ভাই উপজেলা ছত্র শিবিরের সদস্য আল হেলাল এবং ওই বাড়ির ভাড়াটিয়া জামায়াত কর্মী জহির (৩৫)।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল আউয়াল ও উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকদের মধ্যে হাফেজ মো. মুনতাকিম ও তার ভাই আল হেলালকে থানায় থাকা আগের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

নাশকতার আশঙ্কায় তাদের গ্রেফতার ও আটক করা হয়েছে। জহিরকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হবে বলেও জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫ (আপডেট: ১১৪০ ঘণ্টা)
টিআই



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।