ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

‘অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে আন্দোলনের বিকল্প নেই’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
‘অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে আন্দোলনের বিকল্প নেই’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজের সব স্তরে অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে আন্দোলনের কোনো বিকল্প নেই।
 
শহীদ জেহাদ দিবস উপলক্ষে শুক্রবার (০৯ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।



খালেদা বলেন, ‘আমি স্বৈরাচার বিরোধী আন্দোলনের নির্ভীক সৈনিক শহীদ নাজির উদ্দিন জেহাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তার রুহের মাগফিরাত কামনা করি। ’
 
বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত বিবৃতিতে তিনি আরও বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সামরিক শাসন বিরোধী আন্দোলনে একটি অবিস্মরণীয় নাম শহীদ নাজির উদ্দিন জেহাদ। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে শাহাদাত বরণ করেন এই অকুতোভয় ছাত্রনেতা। তার রক্ত স্রোতের ধারা বেয়েই ওই বছরই সংঘটিত হয় গণঅভ্যুত্থান, পতন হয় স্বৈরশাসক।
 
‘গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়েই জেহাদ নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আমরা তার আরাধ্য স্বপ্ন বাস্তবায়ন করতে না পারলে তার ত্যাগ অস্বীকৃত হবে,’ যোগ করেন খালেদা।  
 
বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত অপর এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ নাজির উদ্দিন জেহাদ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অমর নাম।

‘তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যে। তার মহিমান্বিত আত্মদানের ফলেই স্বৈরশাসকের পতন হয়েছিল। ’
 
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
এজেড/এমএ

** জেহাদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা জানাবে বিএনপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।